top of page
Writer's pictureBong Trots

~~~সরস্বতী পুজো,নস্টালজিয়া~~~


সরস্বতী পূজা মানেই স্কুল, রংবেরং এর শিকলি, সক্কাল বেলা ঠান্ডা জল এ স্নান, বাড়ির পুজো, পুষ্পাঞ্জলি, পড়াশুনো বন্ধ, মা এর শাড়ি, আড়চোখে এর চাউনি আর অ্যাড্রেনালিন রাশ। লিখতে গিয়ে একটা গান মনে পরে গেলো, "দিন গুলি মোর সোনার খাঁচায় রইল না"। সত্যিই রইল না , দিন পেরিয়ে মাস পেরিয়ে বছর পেরিয়ে সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে আজ সরস্বতী পূজা মানে নস্টালজিয়া। একঝাঁক স্মৃতি, তবে ধুলো পরা না , একদম পরিষ্কার কাঁচ এর মত চকচকে।

যাই হোক, সেই স্মৃতি তে ধার দিতে দিতেই মাঝের বেশ কয়েক বছর কেটেছে। সাথে ছিল অফিস এর এথনিক ডে ওই মানে সাত সকালে নিজেকে অসম্ভব রকম মোটিভেট করে একটা শাড়ি পড়ে জ্যান্ত সরস্বতী সেজে বীণা র বদলে এক হাত এ ল্যাপটপ আর একহাত এ টিফিন বক্স নিয়ে হাঁস এর পিঠে না চড়ে বাস এ চড়ে অফিস যাওয়া। আর তারপর চলতো সারাদিন উউফ্ আফ্ হাঁফ ছেড়ে শাড়ি র বংশ উদ্ধার।

কে বলবে যে এই শাড়ি পরা নিয়েই কি অসম্ভব একটা উত্তেজনা কাজ করতো সেই ছোটবেলা তে। ওই যে বললুম অ্যাড্রেনালিন রাশ। বাকিটা ইতিহাস। তা, ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বর্তমান অবস্থান এই মার্কিন মুলুক এ তাও আবার ক্যালিফোর্নিয়া বা সানফ্রান্সিসকো না যে বড় বড় সংস্থা আছে , বড় বড় বাঙালি কমিউনিটি আছে, এযে এক্কেরে গেরাম (হে হে আমেরিকার গ্রাম মশাই, তবে বেশ সুন্দর গ্রাম)। এখানে দুর্গাপুজো ই ওই ধুঁকে ধুঁকে হয় সরস্বতী পুজো .... হে হে বুঝতেই পারছেন। যাক সে আর বলে কাজ নেই। ওই ফোনের ওপাড় থেকেই সব কিছু চলছিল, অমুক দিন এ তমুক পুজো, বামুন ঠাকুর সকাল আটটা বলে বারোটা বাজিয়েছে, খিচুড়ি টা চড়ালাম, গোটাসেদ্ধ টা বেশ হয়েছিল, তোরা দুবোন নেই আমার কিছু ভালো লাগেনা (আমার মায়ের নেভার এন্ডিং রেকর্ড).

এইভাবেই চলছিল কিন্তু বাধ সাধলো টিসিএস। ছিল রুমাল হয়ে গেলো বেড়াল। হ্যারিকেন নিয়ে খুঁজলেও যেখানে একটা বাঙালি র টিকি মিলতনা সেখানে হটাৎ ই একদিন সকাল এ উঠে দেখলাম এমা একি কাণ্ড!!! এতজন বঙ্গসন্তান, ব্যাস আর কি বাকিটা আবার ও ইতিহাস হয়ে গেলো।

পুরো পঁচিশ ছাব্বিশ জন মিলে হইহই করে সরস্বতী পূজো নামিয়ে দিলাম আর শুধু নামালাম ই না পুরো কাঁপিয়ে দিলাম। পুরুত ভাড়া করিনি, পৈতে পরা চাটুজ্জে ছিল তাকেই চেপে ধরে বসিয়ে দিলাম। খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, দধিকর্মা, ফলপাকর, রসগোল্লা,চা কি বাদ ছিল জানিনা বাপু।

জয় জয় দেবী চরাচর সারে মন্ত্রচারণ এর সাথে আবার ফিরে গেছিলাম সেই স্কুল, স্কুল এর বাইরের গেট আর .....


28 views0 comments

Comments


bottom of page